ক্লাসে ঢুকে স্কুল ছাত্রকে বেধড়ক পেটালেন ইউপি মেম্বার

November 9, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ২য় শ্রেণির ছাত্র জাবেল মিয়াকে বেধড়ক পেটালেন স্থানীয় ইউপি মেম্বার মোস্তাফিজুর রহমান কেরামত। এঘটনায় ভয়ে স্কুলে যাচ্ছে না ওই ছাত্র।
স্থানীয় লোকজন ও নির্যাতিত স্কুল ছাত্রের মা আয়েশা আক্তার জানান ৩ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালিন সময়ে ইউপি মেম্বার মোস্তাফিজুর রহমান কেরামত বিদ্যালয়ে এসে কাউকে কিছু না বলে জাবেল মিয়াকে বেধড়ক মারপিট শুরু করেন। এঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা হতবাক হয়ে পড়েন। জাবেল মিয়াকে মারপিট করতে করতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে নিয়ে যান। শিক্ষকরা এসময় বাধা দিলে কাউকে কিছু না বলে তিনি বেরিয়ে যান। তার মারপিটে জাবেল মিয়া অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেন।
জানা যায়, ঘটনার দিন বিদ্যালয়ে জাবেল মিয়া তার সহপাঠি কেরামত মেম্বারের মেয়ে স্বর্ণার সাথে ঝগড়া হয়। বিষয়টি শিক্ষকদের না বলে স্বর্ণা তার বাবা কাছে নালিশ করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে এসে জাবেল মিয়াকে বেধড়ক মারধর করেন।
জাবেল মিয়ার মা আয়েশা আক্তার আরও জানান, মারপিটের পর থেকে সে মানসিকভাবে বিপযস্থ। মাথা ও কানে প্রচন্ড ব্যাথা অনুভব করছে। ভয়ে আর স্কুলে যেতে চাচ্ছে না। বিষয়টি আমি বরমচাল ইউপির চেয়ারম্যানকে অবহিত করেছি কিন্তু তিনি তা সুরাহা করার কোন উদ্যোগ নেন নি।
ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম প্রশিক্ষণের জন্য কুলাউড়ায় থাকায় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। এদিকে এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওই মেম্বার এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করছেন না।
অভিযুক্ত মেম্বারের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কোন কথা বলেন নি।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফ উল ইসলাম ৭ নভেম্বর সোমবার রাত ৯টায় জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোববার সন্ধ্যায় বিষয়টি আপোষ-নিষ্পত্তি করেছেন বলে আমাকে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com