কয়েকটি পত্রিকায় প্রকাশিত বক্তব্য সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের নয়

July 27, 2016,

বিকুল চক্রবর্ত্তী॥ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির বক্তব্য কুট করে যুগান্তরসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের সত্যতা নেই বলে জানান শ্রীমঙ্গলের সাধারণ মানুষ। একই সাথে যুগান্তরসহ পত্রিকাগুলোকে তার বক্তব্য সংশোধন করে প্রকাশের অনুরোধ করেছেন তারা।
জানাযায়, বুধবার ২৭ জুলাই দৈনিক যুগান্তরের শেষ পৃষ্টায় আওয়ামীলীগের সংসদীয় দলের বৈঠক, নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ শেখ হাসিনার” এই শিরোনামের সংবাদের ভিতরে সাবেক চিফহুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের বক্তব্য হিসেবে বলা হয়েছে “ পুলিশের মধ্যে যারা আছেন তাদের সবাই কিন্তু আমাদের নয়। বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী মতাদর্শের লোকও সেখানে রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হলে এ দিকেও নজর দিতে হবে। তার এমন বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত পোষন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সবগুলো ঘটনাতো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীই মোকাবেলা করছে।” আব্দুস শহীদের বক্তব কুট এ রিপোর্টটি আরও কয়েকটি পত্রিকায়ও প্রকাশিত হয়। এদিকে এ বক্তব্যটি সাবেক চিফ হুইপের নয় মর্মে জানান, আব্দুস শহীদের ব্যাক্তিগত সহকারী ইমাম হোসেন সুহেল।
তিনি জানান, সংশ্লিষ্ট পত্রিকাগুলোতে এ বিষয়ে প্রতিবাদও পাঠানো হচ্ছে। অন্যদিকে শ্রীমঙ্গলে আব্দুস শহীদ সমর্থক ও স্থানীয় অনেকেই সংশোধিত বক্তব্য প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন এই বক্তব্যটি অন্য আরেকজনের ছিল। কিন্তু গণমাধ্যমে আব্দুস শহীদের নামে আসায় কেউ কেউ এটিকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। করছেন সামাজিক যোযাযোগ মাধ্যমেও নানন মন্তব্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com