(ভিডিওসহ) খাদ্যের নিরাপদতা বিষয়ক ক্যারাভান রোড শো
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ খাদ্যের নিরাপদতা বিষয়ে সচেতনতা মুলক ক্যারাভান রোড শো অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ সময় নিরাপদ খাদ্য নিয়ে ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যের নিরাপদতা বিষয়ে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।
মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃর্ষ্টির লক্ষে ৩১ জানুয়ারী রোববার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সহযোগিতায় কবুতর উড়িয়ে ও ফিতা কেটে ক্যারাভান রোড শো এর উদ্বোধন করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মো. আবে হায়াত হাসান প্রমুখ।
উদ্ভোধন শেষে নিরাপদতা ক্যারাভানটি শহরের বিভিন্ন জায়গায় নিরাপদ খাদ্য নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং হোটেল, রেস্টুরেন্ট এ খাদ্যের নিরাপদতা বিষয়ে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করে।
মন্তব্য করুন