খাদ্য, পানি-ওষুধ নিয়ে বন্যার্তদের পাশে শ্রীমঙ্গল ইডাফ মানবাধিকার সংস্থা
এহসান বিন মুজাহিদ : টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলায় পানিবন্দি লাখ-লাখ মানুষ। এ অবস্থায় বন্যাদুর্গত কমলগঞ্জ উপজেলার সহস্রাধিক দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা।
রবিবার, ২৫ আগস্ট দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনঊষার, ইসলামপুরসহ বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকার দুর্গত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং শিশুদের জন্য বিভিন্ন আইটেমের মজা নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ)।
শ্রীমঙ্গল সখিনা সিএনজি পাম্প এর ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ দাশ জনি, সাংগঠনিক সম্পাদক শাহ মসুদ আহমেদ, দপ্তর সম্পাদক সুলতান আহমদ
সহ-ধর্মবিষয়ক সম্পাদক রুবেল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য শাহিনূর আলম।
মন্তব্য করুন