(ভিডিওসহ) খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

May 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

২৬ মে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হেলু মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। সমাবেশে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ¦ল, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু,জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী,সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল, সদর থানা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাফফুজ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান সাদী,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু, যুগ্ম আহবায়ক তপু আলী,ছাত্র নেতা হুমায়ুন,মুনিমসহ অন্যান্যরা। প্রতিবাদ সমাবেশ শেষে সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গিয়ে শেষ হয়। এতে বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মীরা অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন-দেশের সিনিয়র সিটিজেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মানদীর পানিতে ফেলে দেয়ার কথা বলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে চরম প্রতিহিংসার বহি:প্রকাশ ঘটিয়ে দেশকে চরম সংঘাত ও নৈরাজ্যকে উসকে দিয়েছেন। সরকারের দু:শাসনের অবসানে সকলকে জেগে উঠার আহবান জানিয়ে তারা বলেন, এ অবৈধ নিশিরাতের সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে তারা উল্টা পাল্টা কথা বলছেন। বর্তমান দু:শাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনে অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বাজবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com