খেলাধুলার মাধ্যমে জাতীর স্বতন্ত্র পরিচয় তৈরী হয় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আব্দুর রব॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে শরীর গঠনের পাশাপাশি মনও ভালো থাকে। খেলার মাধ্যমে একটি জাতীর স্বতন্ত্র পরিচয় তৈরী হতে পারে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে। জাতী আছে। যাদের কোন পরিচয় নেই। তবে তারা শুধু খেলাধুলাকে অবলম্বন করে পৃথিবীতে মোড়ল সেজে বসে আছে। বাংলাদেশ খেলাধুলার দিক থেকে এখন আর কোন অচেনা নাম নয়। বাংলাদেশ এখন অনেক এগিয়েছে।
তিনি ১৪ মার্চ মঙ্গলাবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখায় হুইপ কাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কোয়াব’র বড়লেখা উপজেলা সভাপতি ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, সংসদ সদস্য মো. হাছান ইমাম খান সোহেল হাজারী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি এ্যাটোর্নী জেনারেল রকিবুল ইসলাম মন্টু, সিলেট জেলা ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিউদ্দিন আহমদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, কোয়াব’র মৌলভীবাজার জেলা সম্পাদক হাসান আহমেদ জাবেদ প্রমুখ। হুইপ কাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের ফাইনালে বড়লেখা জুনিয়র ক্রিকেট ক্লাবকে হারিয়ে সুড়িকান্দি কিংস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
মন্তব্য করুন