খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ কে নিঃশর্ত মুক্তি দিন ——— রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখার উদ্যোগে, বাদ মাগরিব অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি, মাওলানা আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন এর পরিচালনায় ৩ নভেম্বরের জেলা কর্মি সম্মেলন সফল এর লক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠক থেকে এক যুক্ত বিবৃতিতে উপজেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ কে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলায় গ্রেফতারের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ কে সুনির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগ ছারাই সম্পুর্ন ষড়যন্ত্র ও হয়রানির উদ্দেশ্য মৌলভীবাজার জেলা ডিবি অফিসে ডেকে নিয়ে অদৃশ্য শক্তির ইশারায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন একটি কুচক্রী মহল মাওঃ আব্দুল ওয়াজিদ কে সামাজিক বাভে হেয় করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র মূলক মিত্যা অভিযোগে তাকে অভিযুক্ত করেছে, যা ডাহামিথ্যে ও ভিত্তেহীন আমরা প্রশাসনের কাছে দাবী করছি অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মাওঃ আব্দুল ওয়াজিদ কে নিঃশর্ত মুক্তি দিন।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান শামীম রাজনগরী, বিবৃতি দাতারা হলেন উপজেলা সভাপতি, মাওলানা আব্দুল মুকিত, সহ-সভাপতি মাওলানা উবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা মওসুফ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মাওলানা কে এম আনিছুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আখলিসুর রহমান,বায়তুল মাল সম্পাদক মাওলানা নুর উদ্দীন ওলি,কামারচাক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান,উপজেলা শাখার সদস্য মাওলানা ফজলুর রহমান, মাওলানা ময়নুল ইসলাম (মুমতাজ) প্রমুখ।
মন্তব্য করুন