(ভিডিওসহ) গজনফর আলী’র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

May 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ষাট এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবীদ এডভোকেট গজনফর আলী চৌধুরী’র স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়।

১২ মে শনিবার এম, সাইফুর রহমান অডিটোরিয়ামে বিকাল ৩ ঘটিকার সময় গজনফর আলী চৌধুরী নাগরিক স্মরণ সভা কমিটি এই স্মরণ সভার আয়োজন করে।

ডা: গোপেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সৈয়দ আবু জাফর এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঐক্য ন্যাপ এর কেন্দ্রীয় সভাপতি প্রবীন রাজনীতিবীদ পংকজ ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান, গজনফর আলীর স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা হাছনা বেগম, কৃষক নেতা আব্দুল মালিক, বিশিষ্ট রাজনীতিবীদ তবারক হোসাইন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি প্রশান্ত দেব, হাওর বাচাঁও আন্দোলনের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা প্রমুখ।

উল্লেখ্য ২০ এপ্রিল শুক্রবার মৌলভীবাজার শাহ্ মোস্তফা রোডের নিজ বাসভবন এস ভিলায় বৃদ্ধজনিত কারনে বিকেল ২ ঘটিকায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহীর রাজিউন)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com