(ভিডিও সহ) গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু সেই মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয়।—মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু সেই মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয়। মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি না হয়, দেশের সম্পদ নষ্ট করার রাজনীতি যেন না হয়। মানুষকে ভালোবেসে নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করার আহবান জানান।
মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে প্রাক্তন সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের ২৫তম স্মরণ সভা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার বিকেলে আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ,পৌর মেয়র ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন একটি অসাম্প্রদায়ীক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান সরকারের কাম্য। তাই গণতন্ত্রের পথে আর্দশ ও নীতির পরিচর্যা করে দেশের মানুষকে ভালোবেসে মরহুম আব্দুল জব্বারের মতো প্রকৃত দেশপ্রেমিক হওয়ার আহবান জানান তিনি।
স্মরণসভায় যোগ দেয়ার আগে তথ্য উপদেষ্টাসহ অতিথিরা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন।
মন্তব্য করুন