গণমাধ্যম এখন মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে -বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান

November 30, 2024,

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, মাহিদুর রহমান বলেছেন দীর্ঘদিন পর ফ্যাসিবাদি শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আইনের শাসন ও জবাবদিহিতা না থাকায় দেশে সাড়ে ১৫ বছর একটি অরাজক অবস্থা বিরাজমান ছিলো। একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র নির্বাসিত ছিলো। খুন,গুম,মামলা,হামলা বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন নিপিড়ন ছিলো নিত্যনৈমিত্তিক বিষয়। বড় বড় প্রকল্পের নামে অর্থলুট, বিদেশে টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়েছে। ব্যাংক গুলো প্রায় অচল হয়ে পড়েছে। তারা মুখে বড় বড় কথা বললেও দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগীতার অশ^াস দেয়ার কথা দিয়ে আরও বলেন, খুব শিগগিরই নির্বাচনের দিকে আগাবেন এমনটি প্রত্যাশা দেশের গণতন্ত্রকামী দল ও ছাত্র-জনতার। দীর্ঘদিন দেশের জনগন ভোট দিয়ে তাদের মত প্রকাশ করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে জনগন শ^ত:সপুর্ত ভাবে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। তিনি শনিবার ৩০ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া (তৈয়বনগর) সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিসমিল্লাহ ইউ.কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথা বলেন।
বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফেড হলোজ ফাইন্ডেশন অস্টেলিয়া সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজিত আলাচনা সভা প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্ত্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতাল সহ সভাপতি ডাঃ ছাদিক আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হেমলেট কাউন্সিলার ও সাবেক ডেপুটি মেয়র আ,ম অহিদ আহমেদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি ট্রাস্টি উপদেষ্টা এম এ সেলিম, আব্দুল বারি, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সল আহমেদ আখন্দ, সাধারণ সম্পাদক সায়েম রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী খলিল আহমদ, বিএনপি নেতা সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, তমাল ফেরদৌস দুলাল, মু. ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মো: শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান রাহেল, ময়নুল ইসলাম প্রমুখ।
ফ্রি চক্ষু ক্যাম্পে আগত ৫ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com