গাছ কাটা ও চিরাইয়ে হয়রানি বন্ধের দাবিতে বড়লেখায় কাঠ ব্যবসায়ীদের মানববন্ধন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গ্রামীণ গাছ কাটায়, পরিবহনে ও চিরাইয়ে স্থানীয় বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) সদস্যদের হয়রানি বন্ধের দাবিতে বুধবার উপজেলার কাঠালতলী বাজারে কাঠ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
৯ আগষ্ট বুধবার সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়লেখা সদর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাঠ ব্যবসায়ীরা এই মানববন্ধনের আয়োজনে করে।
কাঠ ব্যবসায়ী আব্দুল জব্বারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স-মিল মালিক সমিতির সদস্য সিদ্দিকুর রহমান, আখদ্দছ আলী, নাজিম উদ্দিন, কাঠ ব্যবসায়ী ফজিল আহমদ, শামীম আহমদ, ছানু মিয়া, আব্দুস শহীদ পটল, বদরুল ইসলাম, আব্দুল মনাফ, সমিল শ্রমিক ফারুক আহমদ প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘অনেকে বিপদ-আপদে পড়ে বাড়ির গাছ কাটতে গেলে বিজিবি সদস্যের নানা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় চেয়ারম্যানের নিকট থেকে গাছ কাটার অনুমতিপত্র বিজিবিকে দেখানোর পরও তারা গাছ কাটতে দিচ্ছে না। এছাড়া বনবিভাগের কাছ থেকে অনুমতিপত্র আনতে গেলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। বন্যায় অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িঘর মেরামত করতে অনেকের গাছ কাটা ও বিক্রির প্রয়োজন পড়ছে। কিন্তু কাটা গাছ চিরাতে স-মিলে নিতে গেলেই বিজিবি তা জব্দ করে ফেলে। এমন কি অনেকের বাড়ি ঘরে গিয়েও তারা হয়রানী চালায়।
মন্তব্য করুন