গাজায় গণহত্যা ও ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

March 22, 2025,

আব্দুর রব : যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বড়লেখা পৌরশহরে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা ও  পৌর শাখা শুক্রবার ২১ মার্চ বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

উপজেলা তালামিযের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, উপজেলা আল-ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাষ্টার সামছুল ইসলাম, সাংবাদিক মস্তফা উদ্দিন, পৌর তালামিযের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধ বিরতি চুক্তিভঙ্গ করে গাজায় ইসরাইল যে নৃশংসতা চালাচ্ছে যা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ। রোযাদার নিরপরাধ মুসলিমদের নির্বিচারে হত্যাযজ্ঞের ঘটনায় গোটা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষ মর্মাহত। ইসরাইলের বর্বরোচিত হামলা থেকে নারী-শিশুরা ও রেহাই পাচ্ছেনা। ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতন ও  গাজায় মুসলিম নিধন বন্ধে অবিলম্বে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী ও ভারতীয় পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com