গা*জার ওপর ইস*রা*য়েলী জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

April 7, 2025,

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক নগ্ন হামলার প্রতিবাদে দেশব্যাপী অবরোধ কর্মসূচির সাথে সংহতি রেখে এবং মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংসের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার সমাবেশ ও বিক্ষোভ মিছিল সকাল ৭ এপ্রিল সোমবার ১০টায় মৌলভীবাজার শহরের চৌমুহনায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্তের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষী মোহন্ত সহ সমাবেশে উপস্থিত অন্যান্য শ্রেণির পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com