গানে গানে শাহ আব্দুল করিমকে স্মরণ করলো চাঁদের আলো

September 16, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভাঠি বাংলার বাউল গানের সম্রাট অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক শাহ আব্দুল করিম এর
৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চাঁদের আলোয় পানিতে নেমে গানে গানে শাহ আব্দুল করিমকে স্মরণ করা হয়েছে।
বুধবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল ভুড়বুড়িয়া ছড়ার পানিতে নেমে গানে গানে সিলেটের প্রখ্যাত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ করেছে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর শিল্পির। এছাড়াও পানির উপরে আয়োজন করা হয় শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে আলোচনা সভাও।
শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল ও সঞ্জয় কুমার দে প্রমূখ।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্যামল আচার্য্যের পরিচালনায় গানে গানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সজল ঘোষ, প্রান্থ আচার্য্য ও সুমন দাশসহ শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর শিল্পীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com