(ভিডিও সহ) গাড়ি পুড়ানোর মামলার সাক্ষীকে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

June 19, 2017,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার অটোমোবাইল ওয়ার্কসপে গাড়ি পুড়ানোর মামলার সাক্ষীকে হত্যার হুমকির প্রতিবাদে এবং আসামীদরে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে  জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন।

সোমবার ১৯ জুন দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রায়হান কুতুব, সাবেক সাধারণ সম্পাদক জামান টুটুল, যুগ্ন-সম্পাদক সাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও গ্যারেজ মালিক আলি আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন।

উল্লেখ্য মৌলভীবাজার জগন্নাতপুরের ওয়ার্কসপ ব্যবসায়ী আলী আহমদ এর ওয়ার্কসপে মেরামতের জন্য রাখা গাড়িতে (ঢাকা-গ-১৩-৬০৮২) পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গত ৫ জুন সকাল ৬টায় আগুন ধরিয়ে দেয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদরে চিহ্নিত করে এ ঘটনায় ওয়ার্কসপের স্বত্তাধিকারী আলী আহমদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। আসামীরা হলেন, জুবেল মিয়া, রাবিন আহমদ, জনি আহমদ, রুবেল মিয়া, জুয়েল মিয়া ও সাগর

মামলার বাদী বলেন, পুলিশ একজন আসামীকে গ্রেফতার করলেও বাকীরা প্রকাশ্যে ি চলাফেরা করছে। রহস্যজনক কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।

এদিকে মামলার তৃতীয় সাক্ষী জুনেল আলমকে আসামীরা প্রতিনিয়ত প্রকাশ্যে খুন ও মারপিট করার হুমকি দিলে প্রাণ রক্ষার্থে তিনি রোববার মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং ৯০৫)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com