গোপন বৈঠকে পুলিশের ব্লক রেইড বড়লেখায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বৃহস্পতিবার রাতে ব্লক রেইড দিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবী এসময় তাদের নিকট থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। তারা উপজেলার মাধবকুন্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি টিলায় গোপন বৈঠক করছিল। এ ঘটনায় এসআই স্বপন চন্দ্র সরকার জামায়াত-শিবিরের ৬১ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা রেখে থানায় নাশকতা আইনে মামলা করেছেন (নং-২, তারিখ-০৫/০৮/১৬)।
পুলিশ সুত্রে জানা গেছে, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খায়রুল আলম ও এএসপি (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাধবকু- হাইস্কুল সংলগ্ন টিলায় অর্ধশত পুলিশ ব্লক রেইড দিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেন। এরা হলো দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি’র সাবেক ইউপি মেম্বার আব্দুল মুকিত তুলাই (৪০), ব্যবসায়ী কয়েছ আহমদ (২৮), আতিকুর রহমান (২৮), আবুল কালাম (৫৫), সফিকুল ইসলাম (৩৫), মারুফ আহমদ (৪৮), মিজানুর রহমান (২০), আব্দুর রউফ (৩৫), মোছলেহ উদ্দিন (৩০), ফরিজ আলী (৩৫), সাইদুল ইসলাম (৩২), রাজুল ইসলাম (৩০)।
৬ আগষ্ট শনিবার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গোপন মিটিং ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় ৫টি ককটেলসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপর লক্ষ্য করে তারা ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ ৩ রাউন্ড গুলি ছুড়ে। এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন