গোরারাই ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত ও ইংল্যান্ডের ডাঃ এবাদুর রহমান চৌধুরী লাহিন এর সার্বিক তত্তাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং ক্লাবে সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা ১৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন ইংল্যান্ড (পোসমত) এর ডাক্তার এবাদুর রহমান চৌধুরী লাহিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্ববায়ক আব্দুল মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্ববায়ক নুরুল ইসলাম, সংবর্ধিত অতিথি সাজু মিয়া, জুয়েল মিয়া, তোফায়েল চৌধুরী তারেক প্রমুখ।
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মিয়া, হাফিজ জুবায়ের আহমেদ।
মন্তব্য করুন