গ্রামীন ফোন টাওয়ারের চুরি হওয়া: মালামাল উদ্ধার,আটক-৪

February 13, 2017,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা-শিববাড়ি বাজার এলাকায় অবস্থিত গ্রামীনফোন কোম্পানীর টাওয়ারের চুরি হওয়া ২৪টি ব্যাটারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারি রবিবার গ্রেফতারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ব্যাটারীর মূল্য সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ওসি কে এম নজরুল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা অনীক বড়য়া তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান নির্নয় করে এবং ডিএমপি পুলিশের সহায়তায় চুরি হওয়া ব্যাটারীসহ তাদেরকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার লিং রোড ও পিসি কালচার সোসাইটি এলাকায় ও ডিএমপির সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জংগলপুর-মুকন্দপুর এলাকার মৃত মজলিস শেখ ওরফে মজলিশ ডাক্তারের ছেলে সোহানোল ইসলাম ওরফে সোহান (২৮), একই জেলা ও থানার শংকরপাশা এলাকার হাবিবুর রহমানের পুত্র রবিউল ইসলাম (৩০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার ঘারমড়া এলাকার মৃত হাবিবুর রহমান ওরফে হাবিবের পুত্র মোঃ দ্বীন ইসলাম (৩৩), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জসিলদিয়া এলাকার আবিদ আলী মুল্লার পুত্র মোঃ ইউসুফ ওরফে ইউসুফ মোল্লা।
প্রসঙ্গত: শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা-শিববাড়ি বাজার এলাকায় অবস্থিত গ্রামীনফোন মোবাইল কোম্পানীর টাওয়ার থেকে গত বৃহস্পতিবার রাতে চুরি হয় ২৪টি ব্যাটারী। ঘটনার পর ওই দিনই গ্রামীনফোন লিমিেিটডের এ/পি রিজিওনাল সিকিউরিটি অফিসার তাপস সমাজপতি শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেন। অভিযোগটি আমলে নিয়ে থানায় মামলা রেকর্ড করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com