গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

August 13, 2017,

মো: তৌফিক আলী মিনার: বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির এক সভা উত্তর ইংল্যান্ডের নিউক্যাসল শহরের আসিংটনের সমুদ্রতীরবর্তী æআমিরা” রেষ্টুরেন্টের কনফারেন্স হলে জি এস সির কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলহাজ্ব আশরাফ আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে সভার শুরুতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে সাগত জানান নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ময়না মিয়া ও রিজিওনের নেতৃবৃন্দ।সভায় বিভন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ট্রেজারার মোহাম্মাদ ফিরোজ খাঁন, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন এম এ মান্নান, চ্যারিটি কোর্ডিনেটার মো: মনছব আলী -জে পি, কেন্দ্রীয় সদস্য খন্দকার আব্দুল মছব্বির এম বি ই,নর্থ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন আব্দুর রকিব শিকদার, কেন্দ্রীয় প্রেস সেক্রেটারি আলহাজ্ব তৌফিক আলী মিনার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রানা ও বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ ।সভায় আাগামী ২৬শে নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নিধারন সহ জিএস সির বিভিন্ন গুরুত্তপুর্ন সিদ্দান্ত গ্রহণ সহ সংগঠনের উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে ও বলিষ্ঠ ভৃমিকা রাখার জন্য সবার প্রতি আহবান জানানো হয় । সভায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দোগ নেওয়ার ও আহবান এবং দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার উদ্দোগ গ্রহন করা সহ প্রস্তাবিত দ্বৈত-নাগরিকত্ব আইন ২০১৬ এ প্রবাসীদের স্বার্থের পরিপন্থি ধারাগুলো বাতিল ও সংশোধনের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানানো হয়।বৃটেনের বিভিন্ন শহর থেকে জাতীয় কাউন্সিলের জি এস সির প্রতিনিধিগন দের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট রিজিওনের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ার মো: ইসবাহ উদ্দিন, নর্থয়েস্ট রিজিওন ও কেন্দ্রীয় ভাইস চেয়ার মো:সুরাবুর রহমান,ওয়েস্ট মিডল্যান্ড ও কেন্দ্রীয় ভাইস চেয়ার মো: কামরুল হাসান চুনু, স্কটল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় ভাইস চেয়ার মো: নুনু মিয়া, নর্থ ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ও কেন্দ্রীয় ভাইস চেয়ার মো:আব্দুর রকিব শিকদার,কেন্দ্রিয় জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে মো: খসরু খান, ড: মুজিবুর রহমান,মো: হাবিবুর রহমান রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: আশরাফ মিয়া,এডুকেশন সেক্রেটারি মঞ্জুর রেজা চৌধুরী, এসিসটেন্ট ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি এম এ আজিজ, ইমিগ্রেশন ও ওয়েলফেয়ার সেক্রেটারি ব্যারিস্টার মাসুদ চৌধুরী, এসিস্টেন্ট প্রেস সেক্রেটারি এম এ গফুর, মেম্বারশিপ সেক্রেটারি মো:ফয়জুর রহমান চৌধুরী, ইয়থ এন্ড স্পোর্ট সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, এসিস্টেন্ট স্পোর্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে আলহাজ্ব আশরাফ আহমদ (ওয়েস্টমিডল্যান্ড),আলহাজ্ব নিজাম উদ্দিন (সাউথইস্ট) , মো:হারুনুর রশিদ (সাউথইস্ট) ,মো:আবুল কালাম (সাউথইস্ট) ,সৈয়দ মুজিবুর রহমান(নর্থওয়েস্ট) ,শেখ শাহাজান আহমদ তরফদার(সাউথ ওয়েস্ট), নাজমুল ইসলাম(নর্থ ওয়েস্ট) ,মো:জসিম উদ্দিন (চেস্টার এন্ড নর্থওয়েলস) , আহসানুজ্জামান আরিফ(নর্থ ইস্ট) শাহ মোহাম্মদ শাফি কাদির(সাউথ ওয়েলস)।পরিশেষে সদ্য প্রয়াত জি এস সি এর নেতৃবৃন্দ ও কমিউনিটি র উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অকাল মৃত্যুতে শোকপ্রস্তাব সহ মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com