গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় দ্বিবার্ষিক সভা ও নির্বাচন ২৫ শে ফেব্রুয়ারি

November 27, 2017,

লন্ডন প্রতিনিধি॥  বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন  ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির এক সভা অতিসম্প্রতি লন্ডনের সংগঠনের  অফিসে জি এস সির কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে  ও সংঠনের  জেনারেল সেক্রেটারী মুক্তিযোদ্দা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  ট্রেজারার মোহাম্মাদ ফিরোজ খাঁন, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন এম এ মান্নান, ভাইস চেয়ারপার্সন মিজা আসহাব বেগ. সাউথইস্ট রিজিওনের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ার মো: ইসবাহ উদ্দিন,ভাইস চেয়ারপার্সন মো: কামরুল হাসান চুনু কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর আহমদ.জয়েন্ট সেক্রেটারি ড: মুজিবুর রহমান,জয়েন্ট ট্রেজারার সালেহ আহমদ.প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো:তৌফিক আলী মিনার.এসিসটেন্ট ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি এম এ আজিজ, ইমিগ্রেশন ও ওয়েলফেয়ার সেক্রেটারি ব্যারিস্টার মাসুদ চৌধুরী, এসিস্টেন্ট প্রেস সেক্রেটারি এম এ গফুর, ইয়থ এন্ড স্পোর্ট সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, এসিস্টেন্ট স্পোর্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে আলহাজ্ব আশরাফ  আহমদ. (ওয়েস্টমিডল্যান্ড),আলহাজ্ব নিজাম উদ্দিন (সাউথ ইস্ট.)মুনজুর রেজা চৌধুরী. শেখ শাহাজান আহমদ তরফদার (সাউথ ওয়েস্ট), মো:জসিম উদ্দিন (চেস্টার এন্ড নর্থওয়েলস) আবুল কালাম   হারুনুর রশীদ  ( সাউথ ইস্ট) শাহ্ শাফি কাদির.(সাউথওয়েলস) ও  আ্হসানুজ্জামান আরিফ সহ কেন্দ্রীয় ও বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ । সভায় আাগামী ২৫ শে ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নিধারন সহ জিএস সির বিভিন্ন গুরুত্তপুর্ন সিদ্দান্ত গ্রহণ সহ সংগঠনের উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে ও   বলিষ্ঠ ভৃমিকা রাখার জন্য সবার প্রতি আহবান জানানো হয় । সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব আশরাফ আহমদ. পরিশেষে চেয়ারপার্সন  আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোঘনা করেন।
 
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com