গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের নির্বাচন ২৫ ফেব্রুয়ারী

February 4, 2018,

ওমর ফারুক নাঈম॥ ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাধারণ নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারী। এতে ৩৫টি পদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
গেল ১ ফেব্রুয়ারী বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় অফিসে প্রধান নির্বাচন কমিশনার ডা: নজরুল ইসলাম এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
এতে মাহবুব-মকিস-রানা পরিষদের চেয়ারপার্সন পদে বর্তমান চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারী পদে প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ট্রেজারার পদে হাবিবুর রহমান রানা সহ ৪২ জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে আতা-খসরু-সালেহ পরিষদের চেয়ারপার্সন পদে ব্যারিস্টার আতাউর রহমান, জেনারেল সেক্রেটারী পদে খসরু খাঁন ও ট্রেজারার পদে সালেহ আহমদ সহ ৩৬ জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া চেয়ারপার্সন পদে স্বতন্ত্র হিসাবে শাহজাহান আহমদ তরফদারও মনোনয়ন ঁসভ দিয়েছেন। সংগঠনের ১২ টি রিজিওনাল কমিটি থেকে ৪১৩ জন ডেলিগেটস (ভোটার) এবছর ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রবাসীদের দাবীদের ক্যাম্পেইন সহ বৃটেনে কমিউনিটি ও গ্রেটার সিলেট এর বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদান রেখে আসছে। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বর মাসে বার্মিংহামে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হবে ওল্ডহামের মেলোনিয়াম সেন্টারে ।
এদিকে নমিনেশন পত্র গ্রহনের সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বর্তমান জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ম কয়ছর, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ট্রেজারার ফিরোজ খান, সাবেক চেয়ারপার্সন মনছব আলী জেপি, সাবেক জেনারেল সেক্রেটারী মির্জা আছহাব বেগ সহ বিভিন্ন রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ। এছাড়া ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৪টি কমিটিও রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com