গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর অর্থায়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা শাহজাহান আল আবেদী।
৬ এপ্রিল ২০২৪ শনিবার মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুনন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ, প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের জয়েন্ট সেক্রেটারী মো: নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় বিশেষ অতিথিন বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন, বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জিএসসি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোসাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: এ.কে জিল্লুল হক, প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, এডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, রুহেল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা।
প্রায় ২ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ১ শত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।
মন্তব্য করুন