কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

September 15, 2024,

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হত্যাসহ যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

গত ০৬ আগস্ট ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দীরা বেআইনী জনতাবদ্ধে পরষ্পর যোগসাজসে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারের ভিতরে উিটটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ঐ সময় কারাগারের সকল ভবনের কারাবন্দীরা কারা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। উক্ত ঘটনার সময় কারাবন্দী কর্তৃক ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হয়। চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে আনুমানিক দুপুর ১:০০ থেকে ২:০০ ঘটিকার মধ্যে কারাগারের পশ্চিম দিকের সুরক্ষা প্রাচীরের উপর দিয়ে কারাবন্দীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় মোহাম্মদ লুৎফর রহমান, জেলার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর বাদী হয়ে ১৯৯ জন পলাতক কারাবন্দীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ০৪ জন কারাবন্দীদের বিরুদ্ধে কোণাবাড়ী থানা , জিএমপি, গাজীপুর এ গত ১৫ আগস্ট ২০২৪ ইং তারিখ একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪/১৪০, তারিখ- ১৫/০৮/২০২৪ খ্রি:)। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ৯:০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত জেলবন্দী নং-৩৪২৯/এ পলাতক আসামী ইদ্রিস মিয়া (৪০), পিতা-মৃত: ইসমাইল মিয়া, সাং-ছাতকছড়া, থানা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, অন্যান্য আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com