গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশনের উদ্দ্যোগে মহাণ বিজয় দিবস উদযাপন
জেসমিন মনসুর॥ বাংলাদেশের মহাণ বিজয় দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা প্রদানের মাধ্যমে
গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে গত ৩১ শে ডিসেম্বর বাংলাদেশ ছাড়া ও ইংল্যান্ড, আমেরিকা, মধ্যপাচ্য কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্যান্স, ইতালী, জার্মানী, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যন্ড, মাসয়েশিয়া, অষ্টেলিয়া সহ বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনের উপস্থিতিতে ভ্যাচ্যুয়ালি এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ৭১ এর বীর মুক্তিযোদ্বা ডাঃ জিয়াউদ্দিন আহমদ, মুক্তিযোদ্বা কর্নেল এম এ সালাম বীর পথিক, মু্ক্িতযোদ্বা ডাঃ অরুপ রতন চৌধুরী, মুক্তিযোদ্বা আব্দুল মোনেমে নেহেরু, ইংল্যান্ড থেকে যোগদান করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব এম এ মুনিম এবিই এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, অনুষ্টানের শুরুতেই সাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দীয় সহ সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ মকিস মনসুর , অনুষ্ঠানের সদস্য সচিব ও সহ সভাপতি অলি উদ্দিন, সংগঠন এর সহ সভাপতি কাপ্তান হোসেন ,সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ,মিঠু চৌঁধুরী কোষাধ্যক্ষ রফিক হায়দার ,শেখ ফারুক আহমদ ,বাংলাদেশ ইউনিটের সহ সভাপতি অগ্রণী ব্যংকের সাবেক এম ডি এম শামসুল ইসলাম,জনতা ব্যংকের সাবেক জি এম ,এম কোরেশী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রুপা চক্রবর্তী সাবেক রাষ্টদুত জিসনু রায় চৌধুরী বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মহিব উদ্দিন অধ্যক্ষ নেছার আলী বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, অনুষ্টানের সদস্য সচিব এ সহসভাপতি অলি উদ্দিন নিউইয়ক থেকে সহ সভাপতি হাসান আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দীপক ,সহ সাধারন সম্পাদক আবুল হোসেন জালালাবাদ এসোসিয়েশন ইউ কের সাধারন সম্পাদক সৈয়দ সাদেক আহমদ ,সহ সম্পাদক শামীম আহমদ নিউজার্সী থেকে যোগ দান করেন উপদেষ্টা দেওয়ান বজলু চৌধুরী ও সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী ।ফ্যান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন সহ সভাপতি আব্দুল বাছিত মালয়েএশিয়া থেকে মোঃ জাকারিয়া ,এম আব্দুল্লা বিশিষ্ট চলচিএ পরিচালক মুক্তাদির ইবনে সালাম ,বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সমরাট নজরুল ইসলাম সিদ্দীকি ।বিজয়ের সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী ,হিমাদী বিশ্বাস ,আলী ইদিস ও মিশিগান থেকে সংগীত পরিবেশন করেন শফিক রেহমান কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী ও আবুল কালাম আজাদ ছোটন কোরআন তেলাওয়াত করেন মৌলানা ওলিউর রহমান চৌধুরী দুভাগী, মিডিয়া ব্যক্তিত্ব এম আব্বাসুজ্জামান ও সাংবাদিক খায়রুল আলম লিংকন, কোরআন তেলাওয়াত করেন মৌলানা ওলিউর রহমান চৌধুরী। অনুষ্টানটি সরাসরি সম্পচার করেন ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও ইউ কে বিডির ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বিজয়ের সুফল ঘরে ঘরে পৌছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজয় অর্জনের জন্য যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্বৃতি রক্ষায় আরো পদক্ষেপ নিতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেসমিন মনসুর, কাডিফ ইন ইউকে
মন্তব্য করুন