ঘরে-ঘরে নবান্ন উৎসব
January 16, 2019,
সাইফুল্লাহ হাসান॥ গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ একসময় এ কথাটি ছিলো গ্রাম-বাংলার ঐতিহ্য ও প্রধান পরিচয়। সেই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। তারপরও কিছুটা হলেও উপলব্ধি করা যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। দেখা যায় কৃষক-কৃষানীরা ধান শুকানোতে ব্যস্থ সময় পার করছেন। ছবিটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌধুরী বাড়ীর খলা (ধান শুকানোর জায়গা) থেকে তোলা।
মন্তব্য করুন