ঘুষের টাকা ফেরত চাওয়ায় ইলেকট্রিশিয়ানকে পেটালেন প্রকৌশলী শামীম

August 15, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে কর্মরত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের বিরুদ্ধে এক ইলেকট্রিশিয়ানকে পেটানোর অভিযোগ উঠেছে। রোববার ১৩ আগস্ট সন্ধ্যায় পিডিবির জুড়ী অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের ১০ নং কাশেম নগর গ্রামের রবিউল আলম দীর্ঘ ১৫/২০ বছর যাবৎ জুড়ী অঞ্চলে ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগের জন্য  পিডিবি অফিসে ২২ টি ফাইল জমা দেন।

প্রতি ফাইলে স্বাক্ষর বাবদ  তিনি প্রকৌশলী শামীমকে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা ঘুষ দেন। সম্প্রতি সময়ে এ প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পিডিবি অফিসে তার বদলির বিষয়ে গুঞ্জন উঠে।

এ খবর শুনে ইলেকট্রিশিয়ান রবিউল আলম প্রকৌশলী শামীমের কাছে ২২টি ফাইল অনুমোদন অথবা ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল আলমকে অফিসের সকল স্টাফদের সামনে দরজা বন্ধ করে পেটান প্রকৌশলী শামীম। পরে ইলেকট্রিশিয়ান রবিউল আলম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যান।

এ বিষয়ে ইলেকট্রিশিয়ান রবিউল আলম বলেন, ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চাওয়ায় অফিসের সকলের সামনে আমাকে বেধড়ক পিটিয়েছে শামীম স্যার। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জুড়ী পিডিবি অফিসে কর্মরত জ্যুতিময় বলেন, শামীম স্যারের সাথে রবিউলের ভুল বুঝাবুঝির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com