‘‘চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’’ এই শ্লোগান নিয়ে উপজেলা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক শ্রীমঙ্গল এর আয়োজনে মতবিনিময় সভায় শুরুতে স্বাগত বক্তব্যে সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক দিপেন্দ্র ভট্টাচার্য টিআইবি’র স্বাস্থ্য খাতে পরিচালিত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন। অতপর টিআইবি পরিচালিতউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আই ডেস্ক এর জরিপ প্রতিবেদন এর আলোকে যে সকল সীমাবদ্ধতা উঠে আসে তা নিয়ে আলোকপাত করা হয়। মতবিনিময় সভায় যে সব আলোচনা হয় তা হলো হাসপাতালে ঔষধ এর সহজ লভ্যতা ও তালিকা হালনাগাদ প্রসঙ্গে, হাসপাতালের পানি/পয়নিস্কাশন ব্যবস্থা সম্পর্কিত (নারী ও পুরুষ আলাদা করে), অভিযোগ বক্সে পাওয়া বিভিন্ন অভিযোগ সম্পকের্ আলোচনা ও ব্যবস্থা গ্রহন, তথ্য ও পরামর্শ রেজি: হালনাগাদ করা প্রসঙ্গে, ডাক্তার স্বল্পতা ও উপস্থিতি প্রসঙ্গে, সেবা দাতা ও সেবা গ্রহিতার মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে (আগষ্ট-২০১৭) এবং ডাক্তারদের প্রেসক্রিপশন এম আর কর্তৃক মোবাইল এর মাধ্যমে ছবি তোলা ও রোগীদের হয়রানী বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষের নেয়া উদ্যোগ প্রসঙ্গে।
হাসপাতাল কর্তৃপক্ষ ডা. মো. জয়নাল আবেদীন টিটো বলেন উপরোক্ত বিষয়ে কিছু সমাধান হয়েছে এবং কিছু প্রক্রিয়াদিন আছে। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মচারী, ক্লিনার সংকট থাকে সব সময়। তবে ডাক্তারদের প্রেসক্রিপশন এম আর কর্তৃক মোবাইল এর মাধ্যমে ছবি তোলা ও রোগীদের হয়রানী বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষের নেয়া উদ্যোগটি প্রসঙ্গে তিনি বলেন আমরা এটি বন্ধ করতে আমাদের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করেছি এবং জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে অনুলিপি দিয়েছি। আশা করছি এর ফলে লোকজনের হয়রানী কিছুটা হলেও কমবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সনাক সদস্য, জিডিশন প্রধান সুছিয়াং, স্বজন সমন্বয়ক সৈয়দ ছায়েদ আহমেদ, শাহ আরিফ আলী নাসিম, হাবিবুর রহমান শহিদ, প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মচারীবৃন্দ ও টিআইবি’র কর্মকর্তাবৃন্দ। সাবির্ক সহযোগিতায় ছিলেন সনাকের ইয়েস সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার জনাব পারভেজ কৈরী।
মন্তব্য করুন