চাকুরী স্থায়ীকরণের দাবীতে শ্রীমঙ্গলে পবিস’ বিদ্যুৎকর্মিদের অনিদৃষ্টকালের কর্মসূচী

November 9, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ছাটাই বন্ধ ও চাকুরী স্থায়ীকরন দাবীতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অনিদৃষ্টকালের কর্মসূচী পালন করছে।
৯ নভেম্বর বুধবার সকালে শ্রীমঙ্গলস্থ সমিতি সদর দপ্তর প্রাঙ্গনে প্রায় পৌনে দুইশ’ কর্মচারী এ কর্মসূচীতে যোগ দেয়। এসময় আন্দোলনরত বিদ্যুৎ কর্মি আরজু মিয়া অভিযোগ করেন অতিরিক্ত কাজের সিদ্ধান্তের কারণে দরিদ্র মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তি ভিত্তিক পদটি নবায়ন না করে চাকুরি থেকে ছাটাই করা হচ্ছে। শত শত বিদ্যুৎ কর্মিরা চকুরী হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি অভিজ্ঞতার আলোকে চাকুরী প্রক্রিয়া চালু করতে পল্লী বিদ্যুতায়ণ বোর্ড’র চেয়ারম্যান’র দৃষ্টি আকর্ষণ করেন। এসময় সুমন দেব, মাসুদ পারভেজ, মামুন মিয়া, শাহ আলম, নাজমুল হোসেন প্রমূখ শ্রমিকরা দাবী পূরণ না হওয়া পযর্šÍ কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী পালনে সকলের সহযোগীতা কামনা করেন। শ্রমিকদের অবস্থান কর্মসূচী চলাকালে সমিতির স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘœ সৃষ্টি হলেও সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু সাংবাদিকদের জানান, কোন বিঘœ সৃষ্টি হচ্ছে না।
তিনি বলেন, সময় ডিজিটালআইজড হওয়ায় চুক্তিভিত্তিক এসব কর্মচারীদের নিয়োগ বিষয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, মানবিক কারণে শ্রমিকদের দাবী দাওয়া পূরনের বিষয়ে মতামত চেয়ে আরবিই থেকে চিঠি এসেছে, একটা যৌক্তিক সিদ্ধান্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের নেতা আমির হোসেন বলেন, চাকরী  নিয়মিতকরনের ঘোষনা না আসা পর্যন্ত তাদের কর্মসূচী চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com