(ভিডিওসহ) চাতলাপুর সীমান্তের ওপারে কৈলাসহরে বিজিবি বিএসএফ এর বৈঠক
বিকুল চক্রবর্তী॥ কুলাউড়া চাতলাপুর চেক পোষ্টের ওপারে ভারত অংশে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে বিএসএফ এবং বিজিবি এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী সোমবার সকাল থেকে সন্ধা ৫ টা পরর্যন্ত বৈঠকটি ভারতের ঊনকোটি জেলার কৈলাসহরের জেলা লাইব্রেরী প্রাংগনে অনুষ্ঠিত হয়।
দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার কো-অডিনেশন বৈঠকে বিএসএফ এর পানিসাগরের সেক্টর হেড কোয়াটারের ডিআইজি রাজীব কুমার দোহা, বিএসএফ ২০ ব্যাটালিয়ানের কমানডেনট সংকট প্রসাদ, ও বিজিবি শ্রীমংগলের সেক্টরের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল ইসলাম সহ দুই দেশের আরও অন্যান্য আধিকারিকরা।
দুই দেশের মধ্যে বৈঠক শুরু হয় সকাল ১১টায় এবং বৈঠক শেষ হয় বিকেলে ৫ টায় । আনুসাঙ্গিক অনান্য কর্মকান্ড সম্পাদদন করে সন্ধা ৭টায় তারা দেশে ফিরেন।
এর আগে সকাল ৯টায় বাংলাদেশের বিজিবি এর কর্মকর্তারা বাংলাদেশের চাতলাপুর চেক পোস্ট দিয়ে ভারতের কৈলাসহরের বর্ডার দিয়ে আসার সময় বিএসএফ পানি সাগর সেক্টর এর পক্ষ থেকে
স্বাগত জানানো হয় এবং সন্ধায় বৈঠক শেষ করে ভারতের কৈলাসহর বর্ডার দিয়ে ফেরার সময় বিদায় জানান ভারতের বিএসএফ-এর পানিসাগরের ডি আইজি সহ বিএসএফ-এর উচ্চ পদস্থ আধিকারিকরা।
বৈঠক শেষে ভারতের বিএসএফ এর পানিসাগর হেড কোয়াটারের ডিআইজি রাজীব দোহা বলেন- সীমান্তের নানা বিষয় প্রতি তিনমাস পর পর সৈক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার কারনে এ বৈঠকটি বিলম্বিত হয়। তবে বৈঠক সফল হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্তে নিরাপত্তা আরো জোড়দারের পাশাপাশি সীমান্তের ছোটকাটো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় করোনাকালে উভয়দেশের সরকারের বিধি মোতাবেক যাত্রী আসা যাওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।
বৈঠকে অংশগ্রহনকারী শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মঈন জানান, ভারতের অভ্যান্তরে মনুঘাট আইসিপিতে সেক্টর পর্যায়ে এ সমন্বয় সভা অনুস্ঠিত হয়। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধবাবে সীমান্ত পারাপার ও শুন্যরেখা অতিক্রম এবং মাদকদ্রব্য প্রবেশের ব্যপারে বিএসএফ এর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোড়ালো আহবান করা হয়। এ ছাড়াও বাংলাদেশ ভারতের অমীমাংসিত বিষয় গুলো দ্রুত সমাধানসহ উভয় দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিম্চিত করণের বিষয়েও আলোচনা করা হয়।
মন্তব্য করুন