(ভিডিওসহ) চার দাবি নিয়ে মৌলভীবাজারে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন সহ চার দফা দাবী ম্যাটস্ শিক্ষার্থীদের।
রবিবার ২৮ জুলাই দুপুরে দাবি গুলো নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন মৌলভীবাজার শাখা। মানববন্ধন শেষে সমাবেশে মুমিনুল হক জনির সভাপতিত্বে ও মো. হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- অমল কান্তি দেব, শাহরিয়ার আলম, মিজানুর রহমান, রাহাত, তারেক, সাগর, প্রশান্ত, কনক পাল, জাবেদ হোসেন প্রমুখ।তাদের দাবিগুলো হলো- কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন। বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা ও ইন্টার্ণশীপে ভাতা প্রদান।
মন্তব্য করুন