(ভিডিওসহ) চায়ের গুনগত মান ঠিক রাখতে পারলে দেশ ও বিদেশে চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বৃদ্ধি পাবে-মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম বলেছেন, চায়ের গুনগত মান ঠিক রাখতে পারলে চায়ের দাম ভালো পাওয়া যাবে। এতে করে দেশ ও বিদেশে চায়ের চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি পাবে।
রোববার ৬ মার্চ দূপুরে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিট মৌলভীবাজারের আয়োজনে প্রথম বারের মতো চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে ৫ দিন ব্যাপী টি টেস্টিং এন্ড কোয়ালিটি কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ,কে, এম রফিকুল হক এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ড ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন, ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি.এম শিবলী।
৫ দিন ব্যাপী টি টেস্টিং এন্ড কোয়ালিটি কোর্সে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড় ও কুড়িগ্রাম থেকে আসা ৩২ জন অংশগ্রহন করেন।
মন্তব্য করুন