চায়ের মান ও গুণগত মান উন্নয়নে সবাইকে নিরলস কাজ করার আহ্বান -মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম
সাইফুল ইসলাম॥ বাংলাদেশ চা এর গুণগত মান উন্নয়নের লক্ষে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) উন্মুক্ত টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই শনিবার বিকেল সাড়ে তিনটায় বিটিআরআইএর টি টেস্টিং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের ৮০টি চা বাগানে উৎপাদিত চা টেস্টিংএর জন্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল টি ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপন পরিচালক সাইফুল ইসলাম ও বিটিআরআইএর পরিচালক ড. মাইনুদ্দিন আহম্মদ।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত উক্ত সেমিনারে চায়ের গুণগত মান উন্নয়নে টি টেস্টিংএর গুরুত্ব, চা এর দেশী ও বিশ্ববাজার পরিস্থিতি এবং চায়ের বর্তমান ও ভবিষ্যত বাজার চাহিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সাইফুল ইসলাম চা বাগানের উপস্থাপিত নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত ড্রায়ার মাউথ চা সহ বিভিন্ন গ্রেডের চায়ের মান যাচাই করেন।
তিনি অভিমত প্রকাশ করেন যে, উচ্চ গুণগত মান সম্পন্ন চায়ের চাহিদা সর্বত্র। ভাল চা তৈরী করলে তা ভাল মূল্য পাবে। তিনি বলেন, উপস্থাপিত চায়ের গুণগত মান বেশ উন্নত।
তিনি বাংলাদেশ চা এর গুণগত মান উন্নয়নে এ ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করে বিটিআরআই এর এ প্রচেষ্টা চায়ের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান সাফিনুল ইসলাম বাংলাদেশের চা এর মান উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশীয় চা সংসদ, টি ব্রোকিং হাউজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে চায়ের মান ও গুণগত মান উন্নয়নে সবাইকে নিরলস কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন