চা গবেষক এম এ গনির ইন্তেকাল
স্টাফ রিপোর্টার॥ হামিদিয়া টি-এস্টেট চা বাগানের হেড টিলা ক্লার্ক, চা গবেষক এমএ গনি (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না…..রাজিউন।
তিনি ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে লেইকভিউ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ জুমা বর্তমান নিবাস মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ কলিমাবাদ মসজিদ প্রাঙ্গনে জানাযা ও নিজ গ্রাম শীমঙ্গলের মির্জাপুর এলাকায় বাদ আছর ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উলে¬খ্য, এম এ গনি চা গাছের দ্রুত বৃদ্ধিতে গবেষনা করে বিশেষ প্রকারের সার আবিস্কার করেন। যা বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র থেকে স্বীকৃতি দিতে মৃত্যুর দিন দুপুরে কর্মকর্তারা তিনির বাসায় উপস্থিত হয়েছিলেন। এমএ গনি মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ও বাংলালিংক কর্পোরেট মৌলভীবাজার শাখার চ্যানেল সুপারভাইজার (এসএমই) আনিছ আহমদের পিতা। চাকুরী জিবনে এম এ গনি কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানে এক যুগেরও অধিক সময় কর্মরত ছিলেন।
মন্তব্য করুন