চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবী নিরসনে শ্রমিক ও বাগান মালিক বৈঠক
স্টাফ রিপোর্টার॥ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয় হল রুমে চা শ্রমিকদের মজুরী সংক্রান্ত বিষযে বৈঠক শুরু হয়। দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক চলে শ্রমিক নেতৃবৃন্দ ও চা বাগান মালিকদের নিয়ে। বৈঠকে চা শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ১২ সদসের একটি দল।
মজুরী নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, তারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধোগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩০০ টাকা মজুরী দাবী করেন। শ্রমিকদের এ দাবী নিয়ে শ্রম অধিদপ্তর মালিক পক্ষের সাথে পৃথক বৈঠকে বসেন। তবে মালিক পক্ষ মজুরী কতটাকা দিতে পারবেন সে সিদ্ধান্ত জানানোর উপর নির্ভর করবে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহর করা কিংবা না করা।
মজুরী বৃদ্ধির দাবীতে দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ, সিলেট সহ সারা দেশের চা বাগানে ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করে আসছেন।
মন্তব্য করুন