চা শ্রমিকদের ১৪৫ টাকা মজুরী নির্ধারণ : ধর্মঘট প্রত্যাহার
স্টাফ রিপোর্টার॥ চা শ্রমিকদের ন্যায্য মজুরী ৩০০ টাকা করার দাবীতে ১২ দিন থেকে ধর্মঘট পালন করে আসছে শ্রমিকরা। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম দপ্তর কার্যালয়ে শ্রমিকদের সাথে বৈঠকে ১৪৫ টাকা মজুরী নির্দ্দারনের বিষয় জানানো হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহার করেন। তবে সাধারণ শ্রমিকদের মধ্যে ১৪৫ বৃদ্ধি মজুরী বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
চা শ্রমিকদের মজুরী নিয়ে দফায় দফায় বিভিন্ন সময়ে সমঝোতার বৈঠক বসে। অবশেষে ২০ আগষ্ট শনিবার বিকালে শ্রীমঙ্গল শ্রম দপ্তর কার্যালয়ে বাংলাদেশ শ্রম অধিদপ্তরে পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসা প্রস্থাব স্থানীয় সংসদ সদস্য উপাধক্ষ আব্দুস শহীদ উপস্থাপন করেন। প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে বিকেল ৪টায় ১৪৫ টাকা মজুরীর দেয়ার কথা জানান। ওই বৈঠকে চা শ্রমিকদের ১৪৫ টাকা দৈনিক মজুরী মেনে নেয় ও শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন। এসময় তারা বলেন শ্রমিকরা কাল থেকে কাজে যোগ দিবে। তবে শ্রমিকদেও গত ১২ দিনের হাজিরা ও রেশনের দাবী করেন।
এর আগে ১৭ আগষ্ট বাগান মালিক ও চা শ্রমিক বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয়ে সমজোতা বৈঠক শেষে মজুরী ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা করার কথা জানালে শ্রমিকরা তা প্রত্যাখান করে ধর্মঘট চালিয়ে যান।
১৪৫ টাকা মজুরীর বিষয়ে স্থানীয় সংসদ সদস্য উপাধক্ষ আব্দুস শহীদ জানান, প্রধানমন্ত্রী মজুরীর বিষয়টি হস্তক্ষেপ করেছেন। দেশের বাহিরে যাচ্ছেন, দেশে ফিরলে তিনি শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসবেন। তবে সাধারণ শ্রমিকদের মধ্যে ১৪৫ বৃদ্ধি মজুরী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
৩০০ টাকা মজুরীর দাবীতে ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ধর্মঘটে নামেন। এর পর ১৩ আগষ্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহা সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগষ্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগষ্ট থেকে আবার পূর্ণদিবস ধর্মঘট চালিয়ে যান চা শ্রমিকরা।
চা শ্রমিকদের ৩০০ মজুরীর দাবীতে দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ ও সিলেট সহ সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিকরা ধর্মঘট পালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রম অধিদপ্তরে মহা পরিচালক খালেদ মামুন চোধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা সহ অন্যান্যরা।
তবে চা শ্রমিকদের মজুরী সংক্রান্ত বিষয়ে আগামী ২৩ আগষ্ট ঢাকায় মন্ত্রী ও সচিবের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন