চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার আলোকচিত্র বইয়ের মোড়ক উন্মোচন

April 17, 2016,

বিশেষ প্রতিনিধি॥ সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত অন দি মার্জিনস: ইমেজেস অব টি ওয়ার্কার্স অ্যান্ড এথনিক কমিউনিটিস (প্রান্তের জাতিসত্তা: চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার উপর আলোকচিত্র) বইয়ের মোড়ক উন্মোচন এবং তথ্যচিত্র মাটির মায়ার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল ২০১৬, সোমবার, সিবিসিবি সেন্টার, ২৪/সি আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকায় যথাক্রমে সকাল ৯:৩০টায় এবং বিকাল ২:৩০টায় এবং সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি অনুষ্ঠিত হবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ৯৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুরে বিকাল ৫:৩০টায়।
সকালে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মননশীল সাহিত্যিক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুুর রহমান, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালক এম. শাহ আলম এবং ইকো কো-অপারেশনের বাংলাদেশ প্রতিনিধি হেলেন ভ্যান দের বিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেডের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান।
দুপুরে তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী এবং চা শ্রমিক ও আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। সম্মানিত আলোচক হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ এবং আরো অনেকে।
সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ড. রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ অতিথি বক্তা হিসাবে বক্তৃতা করবেন। সবার জন্য উন্মুক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় চা জনগোষ্ঠী, উত্তরবঙ্গের সান্তাল ও মাহলে এবং উত্তর-মধ্যাঞ্চলের কোচ ও গারো সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করবে।
‘চা শ্রমিক ও স্বল্প-পরিচিত জাতিসত্তার পরিচয়, মানচিত্র ও অধিকার বিষয়ে পুনর্ভাবনা’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এসব অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজীবী, চলচ্চিত্র নির্মাতা, মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মী, চা-শ্রমিক ও আদিবাসী নেতৃবৃন্দসহ অন্তত ৫০টির অধিক ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।-

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com