চিকিৎসার জন্য দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে আহত গাঙচিল
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দিনাজপুরে ঝড়ে আহত সামুদ্রিক পাখি গাঙচিল অবশেষে আশ্রয় পেল শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনে।
১৩ জুন সোমবার বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেস রঞ্জন দেব এর হাতে পাখিটি তুলে দেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কমরেড আবুল কালাম আজাদ।
কমরেড আবুল কালাম আজাদ জানান, ২৭ মে দিনাজপুরে ঘুর্নিঝড় রোয়ানু এর কবলে পড়ে সামুদ্রিক পাখি গাঙচিলটি আহত অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এলাকাবাসীর কাছ থেকে হাসানুল হক সৌম্য নামে এক যুবক পাখিটিকে উদ্ধার করেন। এর পর পাখিটিকে সুস্থ করে তুলতে যুবকের শুরু হয় নানা চিন্তা চেতনা। দিন রাত সে পাখিটির সেবা করলেও যখন দেখলো পাখিটি সুস্থ হচ্ছে না তখন সে পাখি বিশেষজ্ঞ শরিফ খান এর সাথে যোগাযোগ করলে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের সন্ধান দেন।
পরে পাখিটিকে সুস্থ করে তুলতে দিনাজপুর থেকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, এই পাখিটি সিলেট অঞ্চলে এখন দেখা যায় না । পাখিটিকে সুস্থ করে তুলতে কিছু দিন সময় লাগবে।
মন্তব্য করুন