চুনারুঘাট থেকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯

August 31, 2024,

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধর্ষণসহ যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম ইসরাত জাহান ইতি (১৩), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ভিকটিমের পিতা-আব্দুস ছাত্তার অনত্র বিবাহ করে চলে যায় এবং তার মা রিপা আক্তার সৌদি আরব প্রবাসে অবস্থান করে। সেই সুবাদে ভিকটিম তার চাচা মোহাম্মদ আব্দুল হাই এর বাসায় বসবাস করতো। ১নং আসামী মঈন উদ্দিন (২২) ভিকটিম ইসরাত জাহান ইতি মাদ্রাসায় আসা যাওয়ার পথে বিভিন্ন ভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। উক্ত কুপ্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করলে ধৃত আসামী মইন উদ্দিন বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি প্রদর্শন করতো। উক্ত বিষয়ে মইন উদ্দিনের চাচার কাছে অভিযোগ করলে তিনি কোন প্রকার শাসন না করে উল্টো তার ভাতিজার সাথে ভিকটিমের বিয়ের প্রস্তাব দেন। ভিকটিম ইসরাত জাহান ইতি নাবালিকা হওয়ায় এবং আসামী মইন উদ্দিন এর স্বভাব চরিত্র ভাল না হওয়ার কারণে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। উক্ত বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা আসামীকে ডাকে কিন্তু আসামী পক্ষ কারো ডাকে সাড়া না দিয়ে উল্টো ভিকটিমকে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। ঘটনার দিন গত ২২ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ২২:০০ ঘটিকার সময় রাতের খাওয়া শেষে তার চাচার ঘরে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২৩:০০ ঘটিকার সময় আসামী মইন উদ্দিন ঘরের উত্তর দিকের কক্ষের জানালা কৌশলে খুলে উক্ত কক্ষের ভিতরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে চুনারুঘাট থানায় ০২ জন আসামীর বিরুদ্ধে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ-২৮/০৮/২০২৪ খ্রিঃ, ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩)।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গত ২৮ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাত ২১:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা আসামী মইন উদ্দিন (২২), পিতা-ইউনুছ আলী, সাং-টেঘেরঘাট, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্য পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com