চৈত্র বৈশাখী ঘূর্ণিঝড়ে কমলগঞ্জে ১১ টি বৈদ্যুুতিক খুটি ভেঙ্গে ও গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাট
কমলগঞ্জ প্রতিনিধি॥ শনিবার সকাল ১১টায় চৈত্র মাসে সৃষ্ট বৈশাখী ঘূর্ণিঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১’ শ কেভি বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি ভেঙ্গে ও বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়। ঘটনার পর থেকে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
২৫ মার্চ শনিবার ভোর থেকে কমলগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ধমকা বাতাস বইতে শুরু করে। বেলা সাড়ে নয়টা থেকে বাতাসের বেগ বাড়ার সাথে ভারী বৃষ্টি পাত হয়। বেলা ১১টায় পাচ মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে ইসলামপুর ইউনিয়ন এলাকায় ১১’ শ কেভি বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি ভেঙ্গে পড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে যায়। ঘটনার পর থেকে বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কার কাজ শুরু করে। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
মৌলভীবাজার পল¬ী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন ঘূর্ণিঝড়ে ১১টি খুঁটি ভেঙ্গে ও গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের সত্যতা নিশ্চিত করে বলেন, সংস্কার কাজ চলছে। তিনি আরও বলেন, কমলগঞ্জে বৈদ্যুতিক সাব স্টেশনে সংস্কার কাজ শুরু হওয়ায় শনিবার সকাল আটটা থেকে এমনিতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার ঘূর্ণিঝড়ে ক্ষতির কারণে বিদ্যুুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগবে। সন্ধ্যার পর উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে।
মন্তব্য করুন