ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে জুড়ী উপজেলার ৮৪ নেতার দৌঁড়ঝাপ
আব্দুর রব॥ জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সর্বমোট ৮৪ জন নেতা দৌঁড়ঝাপ শুরু করেছেন। এরমধ্যে সভাপতি হতে আগ্রহী ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
১৫ অক্টোবর শনিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পদপ্রত্যাশীরা মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তাদের জীবন বৃত্তান্ত দেন।
দলী সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ১৫ অক্টোবর জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন নেতা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আবেদন জমা দিয়েছেন। সভাপতি পদপ্রত্যাশী তাপস দাস বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি। আমার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করা হলে ছাত্রলীগকে আরো সুসংগঠিত করতে সর্বাত্মক কাজ করে যাবেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন জানান, যারা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তাদের থেকে যাচাই বাছাই করে প্রকৃত মুজিব আদর্শের কর্মীদেন দিয়ে নতুন কমিটি করা হবে। আগামী নির্বাচনে যাতে তারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে ভুমিকা রাখতে পারেন। প্রকৃত ছাত্র, আওয়ামী পরিবারের সন্তানদের দিয়েই কমিটি দেওয়া হবে। কোন চাদাঁবাজ, গুন্ডা, মাস্তান, অনুপ্রবেশকারী ও অছাত্রের স্থান নেই ছাত্রলীগে।
মন্তব্য করুন