ছাত্রলীগে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকাসক্তদের স্থান নেই ——-কমলগঞ্জে এস এম জাকির হোসাইন

March 6, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ছাত্রলীগে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকাসক্তদের স্থান নেই। বাংলাদেশ ছাত্রলীগ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। নিজেরা মাদকে জড়াবেন না, অন্যরা এই অপকর্মে জড়ালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এই ক্ষেত্রে সমাজের সব শ্রেণি পেশার মানুষ তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘ভবিষ্যতে কোনো অছাত্রের জায়গা ছাত্রলীগে হবে না। ছাত্রলীগ নিয়মিত ছাত্রদের সংগঠন, মেধাবীদের সংগঠন। ছাত্ররাই ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। তাই সব ক্ষেতেই অছাত্রদের বাইরে রেখে নিয়মিত ছাত্রদের দিয়ে নেতৃত্ব তৈরি করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগকে যেভাবে সুসংগঠিত করছিলেন এ দেশের নির্যাতিত, নিপীড়িত মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাজ করে গেছেন তেমনিভাবে তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনাও এভাবে এদেশের মানুষের জন্য করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি আকর্ষণীয় করতে হলে আগে ছাত্রনেতাদের আকর্ষণীয় হতে হবে। শুধু ভাল পোশাকেই নয়, শিক্ষা ও মেধা দিয়ে নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা শিক্ষিত সমাজ গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান করছেন। এখন মায়েদের বৃত্তি দেয়া হচ্ছে। এস এম জাকির হোসাইন রোববার বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা অডিটোরিয়ামে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের সম্মেলনে বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক এস.এম.জাকির হোসাইন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌরসভা মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মাহমুদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো: আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ। এর আগে রোববার দুপুরে সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এরপর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো: আসাদুজ্জামান রনি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন আরো বলেন, ‘আগে বিশ্বজয় করতে অস্ত্রের প্রয়োজন ছিল। হিটলার অস্ত্রের মাধ্যমে বিশ্বজয় করতে চেয়েছিল কিন্তু পারেনি। চলনশক্তিহীন স্টিফেন হকিং ঠিকই মেধার জোরে বিশ্বের সব প্রান্তে পৌঁছে গেছেন। তাই আজকের তরুণ সমাজকে মেধার মাধ্যমে বিশ্বজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এ সময় তিনি উপস্থিত ছাত্রদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে প্রকৃত শিক্ষা নেয়ার আহ্বান জানান। সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম সম্পাদক খায়ের চৌধুরী ও বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জোতিক টিকাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, দীর্ঘ এক যুগ পর অবশেষে অনুষ্ঠিত হলো কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও কাউন্সিল অধিবেশন হয়নি। বিশ্বস্থ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ পরবর্তীতে কমিটি ঘোষনা করবেন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা নিয়েছে জেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com