(ডিভিও সহ) ছাত্রলীগ কর্মী শাবাব ও মাহি হত্যাকান্ডের সাথে জড়িতের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

December 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী শাবাব ও মাহি হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামীসহ মামলার এজহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও সুষ্ট বিচারের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার ২০ ডিসেম্বর দূপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে নাগরিক সমাজ মৌলভীবাজারের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পুত্র হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন, নিহত শাহবাবের মা সেলিনা রহমান চৌধুরী, বাবা আবু বক্কর সিদ্দিকি, ভাই উসমান গণী শাকিল, মামা শাম্মির হাবিব চৌধুরী রবিন, ফুফাত ভাই মোবাসশির আলী মুন্না।

অপর দিকে বক্তব্য রাখেন নিহত মাহির মামা গোলাম মোঃ ইমরান আলী। এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন মাহির মা জুলেখা আক্তার, বাবা বিল্লাল আহমদ।

বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস ইউকের ডিরেক্টর খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কয়ছর আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মোঃ মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল,

জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জামিয়া দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল শরীফ খালেদ সাইফুল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক চৌধুরী, এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন মাতুক, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, মঞ্জুরুল আলম রুমেল ও মনোহর আহমদ প্রমুখ।

মানববন্ধনে একাত্বতা পোষণ করে উপস্থিত ছিল ওসমানী স্মৃতি পরিষদ মৌলভীবাজার, সুপার স্টার ক্লাব, সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজার।

সভায় বক্তারা বলেন সিনিয়র-জুনিয়র দ্বন্ধের জের ধরে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহিকে পরিকল্পিত ডেকে নিয়ে স্কুল মাঠের নির্জন এলাকায় হত্যা করা হয়।

নিহত হওয়ার ১৩ দিন অতিবাহিত হলেও প্রধান আসামীসহ মামলার এজহারভুক্ত ৯ জন আসামী পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। অবিলম্বে এদের গ্রেপ্তার করে সুবিচারের জোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com