ছাত্র মজলিস কর্মীদের সৎ, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে-মুহাম্মদ এহসানুল হক
বড়লেখা প্রতিনিধি॥ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, ছাত্র মজলিস মেধা ও নৈতিকতা সম্পন্ন ব্যতিক্রম একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। স্কুল-কলেজ-ভার্সিটিসহ সরকারি-বেসরকারী মাদরাসার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চারিত্রিক উৎকর্ষতা সাধনের জন্য অবিরত কাজ করে যাচ্ছে সংগঠন। জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের পাশাপাশি ছাত্র মজলিস কর্মীদের সৎ, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুক্রবার বড়লেখা ছাত্র মজলিস আয়োজিত এক কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে শুক্রবার ১৩ মে বড়লেখা মজলিস কার্যালয়ে দিনব্যাপি কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও বাযতুলমাল সম্পাদক আব্দুর মান্নানের সঞ্চালনায় সকাল নযটায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে দিনব্যাপি কর্মী শিক্ষা সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন- ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন-খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সংগঠনের প্রাক্তন মৌলভীবাজার জেলা সভাপতি এমএম. আতিকুর রহমান, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, সংগঠনের সাবেক মৌলভীবাজার জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সদ্যবিদায়ী বড়লেখা উপজেলা সভাপতি মনসুর আহমদ প্রমুখ। দিনব্যাপী এ শিক্ষা সভায় দারসে কুরআন, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা, হাতে কলমে শিক্ষা, মুখস্থকরণ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিল ।
মন্তব্য করুন