জঙ্গি নিয়ন্ত্রনে সীমান্তে বিজিবির নজরদারী বৃদ্ধি

March 28, 2017,

এস এম উমেদ আলী॥ দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতায় এবং সর্বশেষ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের আত্মঘাতী আস্তানায় যৌথবাহিনীর চলমান অভিযানের পর সতর্ক অবস্থানে রয়েছে মৌলভীবাজারের আইন শৃঙ্খলাবাহিনী। পার্শ্ববর্তী জেলা সিলেটের ঘটনায় মৌলভীবাজারের জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বাসা-বাড়িতে গিয়ে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ ও তল্লাশি করছে।
সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় পাহাড়ি অঞ্চল জঙ্গিদের নিরাপদ আস্তানা গড়েউঠতে পারে। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সহ পার্শবর্তী জেলা হবিগঞ্জ,সিলেট, সুনামগঞ্জে পুলিশ ও বিজিবি বিশেষ সতর্কতা অবলম্বন করছে। অন্যদিকে পুলিশের উদ্যোগে শহর ও শহরতলীর প্রত্যেক বাসায় ভাড়াটিয়া তথ্য সংগ্রহ ও তল্লাশি করা হচ্ছে। বিশেষ নজরে আনা হয়েছে জেলা জজ আদালত ও জুডিসিয়েল আদালত। ইতোমধ্যে সর্বত্র পুলিশি নজরদারী জোরদার করা হয়েছে।
বিজিবি মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টরকমান্ডার ও বিজিবি ৫২ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নিয়ামুল কবির জানান, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা থেকে হবিগঞ্জের লক্ষ্মীবাজার পর্যন্ত ৩৫১ দশমিক ৫০ কিলোমিটার স্থানে কড়া নজরদারি রয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহনসমূহের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোকে বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় জঙ্গি নিয়ন্ত্রনে জনগনকে সচেতন করার কাজ চলছে।
এদিকে বিজিবি সিলেট সেক্টরের অধিনে বিয়ানিবাজারের লক্ষীবাজার থেকে নেত্রকোনার মাটিরাবন এলাকার ৩০২ কিলোমিটার সীমান্ত জুড়ে কড়া নজরদারি রাখা হচ্ছে। সিলেটে অবস্থিত বিজিবি ৪১ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল শাহ্ আলম চৌধুরী জানান,
সীমান্তে গোয়েন্দা নজরদারী রাখা হচ্ছে যাতে করে কেউ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে। বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে নজরদারী বৃদ্ধি করেছে। সীমান্তের অধিকাংশ এলাকা পাহাড়ি অঞ্চল থাকায় জঙ্গিদের নিরাপদ আস্তানা যাতে গড়ে উঠতে না পারে সে লক্ষ্যে ঐসব এলাকার বাড়ি-ঘর সহ পাহাড়ের নির্জন এলাকা নজরদারীতে রয়েছে। বিজিবির ক্যাম্পগুলোকে সতর্ক থাকার নির্দেশ ইতো মধ্যে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, চলমান জঙ্গি ইস্যুতে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পূর্বের থেকে জোরদার করা হয়েছে। জঙ্গিরা যাতে ছন্দবেশে এখানে অবস্থান করতে না পারে তার জন্য তল্লাশি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com