জঙ্গী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সাইফুল ইসলাম॥ “এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, ভয় নেই, মানবতার হবেই জয়” ‘জঙ্গীবাদ নিপাত যাক ,জাগ্রত ইউক মানবতাবোধ’ এই শোগ্লানকে সামনে রেখে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দেশব্যপাী একের এক নৃশংস জঙ্গী হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ জুলাই দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইদ্রিস আলীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সনাকের সাবেক সভাপতি সাইয়্যিদ মুজিবুর রহমান, অবসর প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হরিপদ রায়, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির, শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন ফয়েজ, অবসর প্রাপ্ত শিক্ষিকা প্রভাষিনি সিনহা, শ্রীমঙ্গল পৌর বিএনপির নেতা মোছাব্বির আলী মুন্না, ম্যাক
বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটির সম্পাদক সুশীল শীল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য্য, তাজপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অভিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল হেফাজত ইসলামের নেতা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল উপজেলা জাসদের সভাপতি এলেমান কবীর, শ্রীমঙ্গল সনাকের সহ সভাপতি দিদার শাহিন, শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জ্বীন ক্বারি আকলিছুর রহমান, উদীছী শিল্পী গোষ্টির সাধারন সম্পাদক প্রনবেশ অন্তু চৌধুরী, উচ্ছ্বাস থিয়েটারের সম্পাদক নিতেশ সুত্রধর, বিজয়ী থিয়টারের তুহিন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সমন্বয়কারী মলয় কুমার রায় (ভানু), বাসদ নেতা প্রীতম দাশ, ঔষধ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম (ফুয়াদ), সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, খেলোয়ার কল্যান সমিতির উপদেষ্টা মিলন দাশ গুপ্ত, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত (হাবুল), বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েসন এর সম্পাদক জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাউছার ইকবাল, মামুন আহমদ, সাইফুল ইসলাম,আব্দুল হাই ডন,আনোয়ার হোসেন জসিম,রুবেল আহমদ প্রমুখ।
ঘন্টাব্যাপাী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্য সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, উচ্ছ্বাস থিয়েটার, শ্রীমঙ্গল থিয়টার, উদীচী শিল্পী গোষ্টী, সন্ধ্যানী শিল্পী গোষ্টী, সম্মিলিত নাট্য পরিষদ, প্রান্তিক থিয়েটার, অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদ, সারগাম শ্রীমঙ্গল কন্ঠ শিল্পী কল্যান সংস্থা, বারিধারা শিল্পী গোষ্টী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, থিয়েটার বিবেক, সম্মিলিত বাউল পরিষদ, ওয়াকার্স পার্টি, যুবমৈত্রী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বৃহত্তর সিলেট আধীবাসি ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যান পরিষদের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন ধর্মের নাম ভাঙ্গিয়ে দেশকে যারা জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে তাদের এই ষড়যন্ত্র রুখতে না পারলে স্বাধীন এই বাংলাদেশ আগামী দিন গুলোতে জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিবে।
বক্তারা বিপদগামী যুব সমাজের উদ্দেশ্যে বলেন, ইসলাম কোন ধ্বংসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে নামে যে ধ্বংসের খেলায় মেতেছে তাতে ইসলামের কোন উন্নয়ন হবে না। ধ্বংসের খেলা থেকে বেরিয়ে এসে শান্তির পথে ফিরে আসার আহবান জানান।
মন্তব্য করুন