(ভিডিওসহ) জনগণের কাছ থেকে জোর করে রাজস্ব আদায় করা যাবে না-অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান

October 2, 2017,

স্টাফ রিপোটার॥ প্রতি বছর রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে, আগামীতে আরো বৃদ্ধি পাবে। জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবেনা। আইনের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে হবে। যেহেতু জনগণ রাষ্ট্রের মালিক তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে।

২ অক্টোবর সোমবার দূপুরে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে  গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর  নওমী মঞ্জিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের যৌথ আয়োজনে এবং যুক্তরাজ্য শুল্ক বিভাগের সহায়তায় সিঙ্গেল উন্ডো বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় উপরোক্ত কথাগুলো বলেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।


অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান সভাপতির আরো উপস্থিত ছিলেন এনবিআরের আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষক শাখার সদস্য খন্দকার মোঃ আমিনুল রহমান, রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান, এছাড়াও কাস্টমসের অন্যান্য উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ কর্মশালায় ভারত এবং ফিনল্যান্ডের দু’জন বিশেষজ্ঞ কর্মশালাটি পরিচালনা করছেন। জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও কৃষি, খাদ্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়, বিএসটিআই, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আনবিক শক্তি কমিশনের প্রতিনিধিগন কর্মশালায় অংশগ্রহন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com