(ভিডিওসহ) জন্ম নিয়ন্ত্রণ ও প্রসব বিষয়ক সেবার মান বাড়াতে কর্মশালা

October 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাপাইগোর উদ্যোগে জন্ম নিয়ন্ত্রণ,গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা নিয়ে ক্লোজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পরিবার পরিকল্পানা কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: চৌধুরী মো: জালাল উদ্দিন মুর্শেদ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ রবিউস সানির ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো: সাজ্জাদুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহবুবুল আলম, মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্নালী দাশ।
এছাড়াও কমলগঞ্জ,শ্রীমঙ্গল,বড়লেখা উপজেলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্রে কর্মরত আবাসিক মেডিকেল কর্মকর্তাবৃন্দ,মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার,নার্স,মিডওয়াইফ, চা বাগান এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানকারী, ইউপি সদস্য, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা।
কর্মশালায় অংশ্রগ্রহণকারী ও বক্তারা জন্ম নিয়ন্ত্রণ, প্রসূতী ও প্রসব বিষয়ক সেবার মান বাড়াতে তাদের নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলার ৩টি উপজেলায় জাপাইগোর সচেতনতামূলক ও প্রশক্ষিণসহ অন্যান্য কার্যক্রমের প্রশংসা করে তাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখতে আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com