জন্য বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্টে বসবাসরত মৌলভীবাজারীদের সমন্বয়ে জেলা সমিতির আতœপ্রকাশ

July 30, 2019,

খায়রুল আলম লিংকন॥ যুক্তরাজ্যের বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্টে বসবাসরত মৌলভীবাজার এর বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ও জেলার উন্নয়নে ভুমিকা রাখার জন্য বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্টে বসবাসরত মৌলভীবাজার জেলার বাসিন্দাদের সমন্বয়ে মৌলভীবাজার জেলা সমিতির আতœপ্রকাশ হয়েছে বৃষ্টলে । সৈয়দ আবু সাঈদ আহমদ,দিলদার মিয়া,খায়রুল আলম লিংকন ,শাহীদ বকস,সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল,ইমদাদুর রহমান রাসেল, সালাহ উদ্দীন সবুজ এর আয়োজনে স্থানীয় দিল¬ী ফ্লেভার রেষ্টুরেন্টে মৌলভীবাজার জেলার বাসিন্দাদের নিয়ে গত ৩০শে জুন প্রথম দফায় সফল আলোচনা সভার পর গত রবিবার দ্বিতীয় দফায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত মৌলভীবাজার জেলার বাসিন্দাদের মধ্যে আলোচনা পর্যালোচনার পর মৌলভীবাজার এর উন্নয়নে ভুমিকা রাখা,এর বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ও নতুন প্রজন্মকে মুল ধারার সাথে যুক্ত করার জন্য সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার জেলা সমিতি গঠন করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল মিয়া,নজরুল ইসলাম মুকুল, শাহজাহান তরফদার, মশাহিদ আহমদ,মতিউর রহমান লিটন, বৃষ্টল সেন্ট্রাল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজিক, মখলিছ আলী,মনির মিয়া,মোসলেহ আহমদ,আজাদুর রহমান,হাবিব মিয়া,আলী রাজা, সানোয়ার হোসেন,কাইয়ুম খান,সৈয়দফুয়াদ, সামসুল হক,এ এইছ এম মুকতাদির, সানাউল হক, দেওয়ান জয়নাল হোসেন, মো: জয়নাল আহমদ, কে জি এম আসাদ রহমান প্রমুখ।
জেলাবাসীকে একত্রিত করার লক্ষ্যে আগামী ২২শে সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য তারিখ নির্ধারণ করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্টানকে সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিতির মধ্য থেকে একটি ভলান্টিয়ার কমিটি গঠন করা হয়।
ভলান্টিয়ার কমিটির সদস্য বৃন্দ মতিউর রহমান লিটন,জাবেদ রহমান, মোর্শেদ আহমদ মতচ্ছির,আইনুল ইসলাম,সিদ্দিক আলী,মুহিদুর রহমান,সানোয়ার মিয়া,আব্দুল নাসির,করিম মিয়া শামীম,শোয়েব আহমদ,রব মাসুক, জাহাঙ্গীর আহমদ, শাহজাহান মিয়া, শাহনাজ চৌধুরী, নিলিমা মিয়া, শাহনাজ সৈয়দা,মাহমুদা আলম,খয়রুন পলি মিয়া, সামিরা কডাবাকাস প্রমুখ ।
আয়োজকদের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর স্থানীয় রোজগ্রীন সেন্টার এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এ বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্টে বসবাসরত মৌলভীবাজার জেলার বাসিন্দাদের স্ব-পরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভা শেষে উপস্থিত সকলকে আয়োজকদের পক্ষ থেকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com