জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সোমবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও টিআইবি প্রোগাম ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান চৌধুরী, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল হেলাল, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভুনবীর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান চেরাগ আলী, রাজঘাট ইউিনিয়নের চেয়ারম্যান বিজয় বুনাজী, আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন, সাতগাও ্উনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল ও শ্রীমঙ্গল সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
সভায় ধারণাপত্র উপস্থাপনা করেন টিআইবি প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সনাক ও স্বজন শ্রীমঙ্গল এর সম্মনিত সদস্যগণ, সনাক সভাপতি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহণের উপর গুরুত্বআরোপ করেন এবং সামনের দিনগুলিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আরও কার্যকর অনুষ্ঠান আয়োজনের প্রত্যশা ব্যক্ত করেন।
সভায় উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব বলেন, সীমাবদ্ধতা স্বত্ত্বেও স্থানীয় পর্যায়ের উন্নয়নের ধারা অব্যহত রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জনপ্রতিনিধিরা সেই জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। সভায় উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের স্বল্প সন্মানী ভাতা এবং বিভিন্ন প্রতিকুল পরিস্থিতির স্বত্বেও তারা আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন তবে জনগণকে আরও সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন করা গেলে কাজের গুনগতমান আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন