জমি সংক্রান্ত বিরোধের জের, কমলগঞ্জে সংঘবদ্ধ দল কর্তৃক প্রতিপক্ষের উপর হামলা; মহিলাসহ আহত-৫ গ্রেফতার-৯

March 8, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কমলগঞ্জে সংঘবদ্ধ দল কর্তৃক প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করা হয়েছে। আহত মহিলাসহ দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গ্রামবাসী আক্রমনকারী লোকদের অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার ৭ মার্চ দুপুরে পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য গ্রামের আলেক মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। তবে অভিযুক্তরা দাবি করছেন তাদের দুইজনও আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলেক মিয়া ও মঈন উদ্দীন দু’পক্ষের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এবং আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন মঈন উদ্দীনরা তাদের আত্মীয় স্বজন ও বহিরাগত লোকদের এনে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে আলেক মিয়ার বসতঘরে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে ফাতেমা বেগম (৬০), সালেক আহমদ (৩২), আব্দুল কুদ্দুস (৬০), আলেক মিয়া (৩০) ও সেলিম আহমদ (৩৫) আহত হন। আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের সংঘবদ্ধ হামলার বিষয়টি গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং গ্রামবাসী বহিরাগত লোকদের অবরুদ্ধ করে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ৯ জনকে আটক করে নিয়ে যায়।

মামলার বাদি আলেক মিয়া অভিযোগ করে বলেন, স্থানীয় মেম্বার সিরাজুল ইসলামের ইন্ধনে মবশ্বির আলীর ছেলে মঈন উদ্দিন, নছির মিয়া, আলাউদ্দিন, জহিরুল ইসলাম মিলে বহিরাগত কমলগঞ্জের লাল মিয়া, কেছুলুটির শাওন মিয়া, বাঘরিয়ালের ছয়ফুল মিয়া, টিলাগাঁও এর রিয়াজ আহমদ, দক্ষিণ কড়াইয়ার সালমান হোসেন, হাটি করাইয়ার রাজু মিয়া সহ ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া লোক জড়ো করে দা, রড, লাটিসোটা নিয়ে আমাদের বাড়িতে আক্রমন করে এবং আমাদের উপর হামলা করে আমার মা সহ ৫জনকে কুপিয়ে আহত করে। এঘটনায় আমি ১৫ জন কে আসামী করে শুক্রবার রাতে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।

অভিযোগ বিষয়ে প্রতিপক্ষের সাথে জানতে চেয়ে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান বলেন, তাদের যাতায়াতের রাস্তা আলেক মিয়ারা বন্ধ করে দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মবশ্বির মিয়ার পক্ষের দুইজন আহত হয়েছেন। তাছাড়া বহিরাগত কেউ ছিলেন না। মবশ্বির আলীর মেয়ের জামাইরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com